Advertisement

বাস্তবিক সত্য-০.১ "কবিতা" মোঃ ইরফানুল হক || bastabik Satta "kobita" MOHAMMAD IRFANUL HOQUE

"বাস্তবিক সত্য-০.১"
লেখকঃ 
মোহাম্মদ ইরফানুল হক

কিছু কথা আছে
যা আন্তরিক নয়...
তবে বাস্তবিক হয়।
হোকনা সেটা ছোট বা বড়.
তবে তাহা সত্য।
সত্য বলিবে তুমি'
গায়ে লাগিবে তার।
তাহা'ই  প্রমাণ করে
সত্য বলি আছো যাহ্।
কিছু কথা বাস্তবিক
তবে আন্তরিক নয়। 

বাস্তবিক সত্য-০.১

Post a Comment

0 Comments