Advertisement

কিছু প্রতিবাদ প্রকাশ্যে" "কিছু প্রতিবাদ জামে থাকে বুকের মনের গহীনে" মোহাম্মদ ইরফানুল হক || Mohammad Irfanul Hoque

 কিছু প্রতিবাদ প্রকাশ্যে
কিছু প্রতিবাদ জামে থাকে
মনের গহীনে।
যা হয়তো-
জলন্ত অগ্নিকুন্ডের মতো।
সবকিছু ধ্বংস করে দিবে।
তোমাদের কল্পনার বাহিরে।
প্রতিবাদ চুপসে থাকার নয়রে!
সময়ের অপেক্ষা-
বদলে যাবে দুনিয়ায়।
প্রতিবাদ আমারা ভুলি না।
সুদূ সময়ের অপেক্ষা।

-মোহাম্মদ ইরফানুল হক

Post a Comment

0 Comments