Advertisement

চাই না ক্যান্সার "কবিতা" || Chi Na Cancer "Kobita" Mohammad Irfan-UL Hoque

"চাই না ক্যান্সার" 
লেখকঃ- মোহাম্মদ ইরফানুল হক
আমি চাই না ক্যান্সারকে
আমিতো চেয়েছি অন্য কাউকে
কেন এমন'টা হলো আমার সাথে
নিব কিভাবে, ক্যান্সারটাকে
বোঝাবে কি কেউ আমায়
রাখবে সে আপন করে,
থাকব'ইবা কদিন দরে,
যেতে হবে বহু দূরে,
দেখবেনা কেউ আপন করে।
নেই যে আমার দেহ'জুড়ে
বলবেনা কেউ থাকতে মোরে।
কি আর করব বলে,
যেতে হবে বহু দূরে...।
আমি চাই না ক্যান্সার'টাকে
মোহাম্মদ ইরফানুল হক "চাই না ক্যান্সার " কবিতা





Post a Comment

0 Comments