Advertisement

ভালোবাসা বারণ (কবিতা) লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক || BhaloBasa Baron (Kobita) Mohammad Irfan-UL Hoque

ভালোবাসা বারণ (কবিতা)
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক

বাঁকা চোখে চেয়ে আছে...।
ভয়ংকর অস্বস্তি লাগছে...।
কত মানুষ শুয়ে যে আছে...।
চাঁদনী রাতে আকাশের নিচে।

রাতের শহর ভীষণ সুন্দর.।
মন ভোলানো সেই পরিবেশ।
মুগ্ধ হয়ে দেখছি...।
রাতে শহর নিয়ে ভাবছি।
ভয়'তো একটু থাক চেই।

সে ভয়ে আর কি হবে!
চোখ দু'টো যে ধেয়ে আসছে...
বেঈমানটার কথা ভেবে।
আজ আমায় দূর্বল মনে হচ্ছে!

ছিলাম না, আমি দূর্বল! 
তবে কেন দূর্বল লাগছে!
ভাবতেই চোখের কোণে 
পানি জামা হচ্ছে।
বেইমানটার কথা ভেবে।

ভোলার চেষ্টা করি যতবার
মনে পড়ে ততবার।
ভুলতে পারবো কি তাকে
যাকে এতো ভালোবাসি।

জলন্ত অগ্নিকুন্ডের মতো,
হা হা কার করে মোর বুক।
মনেহ এখনি বেরিয়ে আসবে
সে হৃদয়।
যা-দিয়ে এতো ভালোবাসতাম।

কেন এত কষ্ট হচ্ছে!
এই চাঁদনী রাতে।

রাতের শহরের মতো,
সুন্দর হতো আমার জীবন।
থাকতো না এতো কি কারণ।
এই শহরে বুঝি ভালোবাসা বারণ।



Post a Comment

0 Comments