Advertisement

ঘুরে দাঁড়াও তুমি "কবিতা" মোহাম্মদ ইরফানুল হক || Gure Dhadaw Tumi "Kobita" Mohammad Irfanul Hoque


ঘুরে দাঁড়াও তুমি
মোহাম্মদ ইরফানুল হক

সময়কালঃ ০৪:৪০ বিকেল
তারিখঃ ১২/০৮/২০২২

যদি তুমি দুঃখ বা কষ্ট পাও !!
বাঁচার ইচ্ছা শক্তি'টাও হারাও !।
তবে তুমি ঘুরে দাঁড়াও। 

রাস্তার ধারে নায়
জীবনের মোড়ে।
খারাপ কিছুর উদ্দেশ্যে নয়!!
সমাধান এর জন্যে।

নিজের জন্যে না হোক!।
নতুন পজন্মের জন্য।। 
ঘুরে দাঁড়াও তুমি ঘুরে দাঁড়াও।

ভুল থেকে শিক্ষা নাও।
অন্যকেও শিক্ষা দাও।
সেই ভুলের প্রতিবাদী হও।
নিজেকেও শুধরে নাও

ঘুরে দাঁড়াও তুমি
রাস্তার ধারে নয়!!
জীবনের মোড়ে।।

প্রতিটা ভুলে নিজেকে বোঝাও।
কিছু ভুল শিখিয়ে দেয়
কোনটা ঠিক কোনটা বেঠিক।

দুঃখ বা কষ্ট।
ধ্বংসের জন্যই যথেষ্ট।
ঘুরে দাঁড়াও তুমি ঘুরে দাঁড়াও।
ভুল থেকে শিক্ষা নাও।


Post a Comment

0 Comments