Advertisement

কবিতাঃ ধিক্কার জানাই লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক || dhkqar Janai "Mohammad Irfanul Hoque Album : NickRishta Jati

কবিতাঃ ধিক্কার জানাই
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক
অ্যালবামঃ নিকৃষ্ট জাতি

সময়কালঃ দুপুর ১২:৫৬
তারিখঃ ১৪/০৮/২০২২

ধিক্কার প্রতিবেশী 
ধিক্কার সমাজ। 

ধিক্কার জানাই
ওহে মোর জাতি।

তোমার ধারা প্রাণ উড়ায়
তোমার ধারা জীবন দেয়।

তোমারই অপমান হয়ে যায়,,
হত্যার সমান। 

আমার জাতীর মন বড়।
তারথেকেও তারা নিকৃষ্ট। 

এমন কথা ভাবত যাহারা। 

দুনিয়াতে নাই আজ তারা।

পরপারে বাসিন্দা হয়ে গেছে।
দুনিয়ার তানা শুনতে শুনতে। 

আফসোস করি আমি
হে আমার জাতি
তোমাদের নিয়ে ভাবি।।

দুনিয়ায় লুচ্চামি নষ্টামি
তোমরা দাও সম্মতি।

ধিক্কার জানাই ধিক্কার জানাই
ও হে মোর জাতি 
তোমাদের ধিক্কার

ওহে অসভ্য জাতি।

Post a Comment

0 Comments