কবিতাঃ অর্থের গোলাম
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক
অ্যালবামঃ অর্থ সম্পদ 
সময় কালঃ রাত ১০:৪৫ মিনিট
লেখার তারিখঃ ০৩/০৮/২০২২ ইং

অর্থ তুমি করিয়াছ ক্রয়; মনুষ্যত্ব 
অর্থ তুমি করিয়াছ জয়; মানুষের মন
অর্থ তুমি দিয়াছ সম্মান; চোর, বাটপার, প্রতারকদের।
অর্থ তুমি করিয়াছ বড়; নিচু শ্রেণির লোকদের। 
অর্থ তুমি নিয়াছ ইজ্জত; অগণিত মা-বোনদের

অর্থ তুমি করিয়াছ গোলাম; মনুষ্য জাতিকে।
অর্থ তুমি করিয়াছ নিচিহ্ন; পরিবারের সম্পর্ক
অর্থ তুমি ভেঙ্গে দিয়াছ; সুন্দর সকল সম্পর্ক
অর্থ তুমি ধ্বংস করিয়াছ; ভাই বন্ধুর সম্পর্ক

অর্থ তুমি করিয়াছ খুন; দুনিয়ার মানুষের ঘুম। 

অর্থের কাছে বিক্রি হয়েছে; দুনিয়ার সুখ শান্তি।
অর্থের কাছে ডুব দিয়াছে; মনুষ্যের অন্তর আত্মগুলি।
অর্থ সম্পদ বৃদ্ধির জন্যই; ধ্বংস হচ্ছে জাতি। 
সুখ,শান্তি,পরিবার পরিজন ভুলে গিয়ে; করছে মারামারি।

অর্থ তুমি কেড়ে নিয়াছ; দুনিয়ায়র সুখ শান্তি।
অর্থের অভাবে হতে হয়; নান সমস্যার সম্মুখী।
যেদিক তাকাই সবাই অর্থের কাছে; পরাজয় হইয়া রয়।

অর্থ তোমার দ্বারা সবই হয়!!
অসম্ভব বলতে কিছুই নয়।

একমাত্র রব চাড়া দুনিয়ায়র কাছ তুমি স্বর্গ দ্বারা। 
অর্থ তুমি শ্রেষ্ঠ "দুনিয়ার জন্য"।