Advertisement

তুমি থাকলে “কবিতা” মোহাম্মদ ইরফানুল হক

 

তুমি থাকলে 

“কবিতা” 

মোহাম্মদ ইরফানুল হক

যদি পূর্ণতাতে তুমি থাক,

আমার সব গল্পের মাঝে, নামটা লেখা রবে।

প্রেমের সুরে ভাসিয়ে রাখবে,

স্মৃতির পাতা যেন একেলা খাবে।


যদি তুমি হারাও দূরে,

তবুও তুমি রবে আমার মনে,

হৃদয়ের গহনে জাগরূক,

স্মৃতির রেশে, তুমি থাকো অনন্ত।


তোমার প্রতিটি হাসি,

আমার জীবনের গল্প সাজায়,

প্রতি রাতের নক্ষত্রে,

তোমার আলো, মনের অন্ধকার ঘুচায়।


সারা জীবনের যাত্রায়,

তোমার সঙ্গের ছোঁয়া,

যেখানে তুমি, সেখানে সুখ,

চিরকাল রবে, প্রেমের বাঁধনে।

Post a Comment

0 Comments