উন্নয়নের জোয়ারেআগুন জ্বলে ঘর দুয়ারে মোহাম্মদ ইরফানুল হক
আমার বাংলাদেশ - হচ্ছে উন্নত বড় বড় কথা লেখা হয়ে থাকে সংবাদ পত্রে। এই তাহার উন্ন, নাই যার আগুন নেভানোর- ভালো কোন যন্ত্রায়ন। কি হবে আর এই উন্নত। লুটে খাবে আমাদের তারা, চেয়ে চেয়ে দেখব আমার। পরে গিয়ে বলবো" সেত খেয়ে দিলো, আমাদের অর্থায়ন। টাকা নিয়ে পালিয়ে গেলো, কোন এক "দেশ নয়ন"। এই ভাবেই হবে- হয়তো আমাদের উন্নয়ন। উন্নয়নের জোয়ারে আগুন জ্বলে ঘর দুয়ারে দুয়ারে। নেবানো যায়'না তাঁহারে। এঁরাই নাকি আধুনিক কতার সাথে তাল মিলিয়ে চলেরে। এই আগুন নেভানোর আগেই আগুন লাগে পাবনা জেলায়'রে। এখানে তো শেষ হবারও নায়! কথাটাও নতুন নয়। তার পরে-ও মেনে নিতে হয়। নিজেকে বলতে হয়! দেশটা আমার কিন্তু আমার নয়। (কিছু অসমাপ্ত কবিতা-হয় খুবই....)
0 Comments