Advertisement

Mohammad Irfanul Hoque poem "Sheshe Shantti" poem``শেষে শান্তি``মোহাম্মদ ইরফানুল হক

 কবিতাঃ শেষে শান্তি
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক
অ্যালবামঃ আত্মহত্যা 

এই সুখ এই দুঃখ এনিয়ে আমাদের
জীবন নামের পথ চলন।
সুখ দুঃখের স্মৃতি নিয়ে চলে
আমাদের জীবন মরণ।
কবু বলি ওনা আতহত্যা দিবে..,
জীবনের সমাধান।
হয়তো পাবে পরিত্রাণ।

তবে হবে'না কোন সমাধান।
সমাধান হয়না কবু
খুঁজে নিতে হবে তোমায়।
হয়তো হয়ে যাবে হতাশ।
পাহাড় পরিমাণ কষ্ট,
করবে তোমায় অতিষ্ঠ।

তাঁহ নিয়ে বেঁচে থাকা কত কষ্ট।
বেঁচে থাকার মানে হ'য়ে যায়,
পুরাই অতিষ্ঠ।
তবুও চাই না আতহত্যা নামক,
অভিশাপ এর শেষ কষ্ট।
হোক না জীবনে অতিষ্ঠ।
সব কষ্টের শেষে পাবো শান্তি।
থাকবে না কোন ভ্রান্তি।

 

Post a Comment

0 Comments