Advertisement

মেঘের আড়ালে তুমি "কবিতা" মোহাম্মদ ইরফানুল হক || Megher adhale Tumi || Mohammad Irfanul Hoque

 মেঘের আড়ালে তুমি
কবি মোহাম্মদ ইরফানুল হক 

মেঘের আড়ালে তুমি
দেখনা একটুখানি।
তোমার যে অপেক্ষায় আছি,
দেখা হবে কি-জানি।
আমি যে তোমার কথা ভাবি,
দেখা দেবে কি একটুখানি!
তুমি যে আমার নয়ন মনি,
দেখা দেবে কি একটুখানি!
সেই জন্য এখনো বসে আছি।
দেখা দেবে কি একটুখানি!
ভেবে দেখবে না, তাতো জানি
তার পরও বসে আছি
মেঘের আড়ালে তুমি
উঁকি দিয়ে দেখান একটুখানি
আমি যে তোমার অপেক্ষায় আছি।
মেঘের আড়ালে তুমি 

Post a Comment

0 Comments