Advertisement

Eid Anando ''Kobi Mohammad Irfanul Hoque" কবিতা "ঈদ আনন্দ" কবি মোহাম্মদ ইরফানুল হক

 কবিতাঃ ঈদ আনন্দ

লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক


যখন ছিলাম, ছোট্ট আমি

ঈদ আনন্দ করেছি। 

এখন আমি বড় হয়েছি।

দায়িত্ব কাঁদে নিয়েছি। 


ছোট্ট আমি ঈদ নিয়ে

হাসিখুশী থাকি।

এখন আমি চিন্তা করি!

দিতে পারব কি!

সবাইকে ঈদ আনন্দের খুশি।


অতীতের ঈদ

করেছি আমি, অনেক জিদ।

লাগবে এটি আমার!

না-হয় কান্নাকাটি জুড়ে দিয়েছি।


তখন ছিলাম হাসিখুশি,

চিন্তা হয়নি একটু খানি।

কিভাবে এত্তো সব সংগ্রহ করেছি।

সেই ছোট্ট আমি।


ঈদ আসছে এই আনন্দে

কতো যে ঘুম নষ্ট করেছি।

ঈদের খুশি সুন্দর সকল অনুভূতি।

জেগে জেগে এখনো আমি!

সেই মূহুর্ত গুলো স্বপ্ন দেখি। 

ঈদ আনন্দের অনুভূতি।


দু'চোখ বেয়ে কিছু অশ্রু ঝরে।

সেই কথাগুলো ভেবে। 

দায়িত্ব কাঁদে নিয়েছি বলে!

সবার হাসি মুখ খানি দেখেছি।

আমি এখন তাহাদের কাছে,

সকল অনুভূতির ঊর্ধ্বে।


কিছু কষ্টের মাঝেও,

সবার হাসি মুখ খানি দেখে।

মনটাও আনন্দে বিমোহিত হয়ে উঠে।

তাহাদের ঈদ আনন্দ দেখে।


কিছু সময় কষ্ট গুলো ভুলে যেতে হয়।

সুন্দর সকল অনুভূতি জন্যে।

ঈদ আনন্দে মেতে উঠি।

😍____সমাপ্ত____😍

Post a Comment

0 Comments