"মনে আছে তোমার"
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক
মনে আছে তোমার সেই কবিতার কথা
যে-ই কবিতা পড়ে মন ভালো হয়তো।
মনে আছে তোমার সেই ঘ্রাণ এর কথা
যে ঘ্রাণ তোমাকে পাগল করে দিতো
মনে আছে তোমার সেই শহরে কথা!
যে শহরে তোমার মন জুড়িয়ে যেত
আজও তোমায় দেখ বলে.....
সৃতি গুলো আঁকড়ে ধরে।
মনে আছে তোমার সেই বাগানের কথা
যে বাগানে তুমি হারিয়ে যেত চাও
মনে আছে তোমার সেই ফুল গুলোর কথা
যেখানে ফুলের ঘ্রাণ মাতাল করে দিতো।
মনে আছে তোমার সেই কবির এর কথা
যার কবিতা তোমায় মুগ্ধ করতো।
আজও খুঁজি সে-ই সময়
যা হারিয়ে ফেলেছি।
হয়তো ফিরে আসবে না!
তবে মনে রেখ।
সৃতির মাঝে জড়িয়ে আছে
সেই কথা গুলি
যাহ নাহি কবু বুলি
সেই কথা গুলি।
0 Comments