Advertisement

সেই ক্ষত "কবি মোহাম্মদ ইরফানুল হক" কবিতা || Shai Katho "Kobi Mohammad Irfanul Hoque" New Kobita - কবি ইরফান

কবিতাঃ সেই ক্ষত
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক
লেখিকাঃ অদিতি

সময়ের সাথে
সেরে যায় কিছু ক্ষত...
কিছু জমেথাকে
বুকের বামে, অবসাদরূপে।
চেষ্টা করেও ভোলা যায় না তাকে...
ভুলতে গেলেই মনে পড়ে অবিরত৷
কি করবে সেই ক্ষত...
আমি যেএখন, আছি অশ্রু শিক্ত।
হায় আপসোস..
যদি হতো সে আমার...
তবে এমন'টা হতো না তার।
হয়ে যখন..
কিছু'ই করার থাকে না তখন!
মেনে নিতে হয়.. এটাই বাস্তবতা।


Post a Comment

0 Comments