কবিতাঃ সেই পাখিদের কথা
(আমরা পাখি বেঁচে থাকা অপরাধ নাকি)
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক

চারদিক নিস্তব্ধ।
নেই কোথাও কোন শব্দ,
সময় চলছে তার গতিবেগে।
মাঠে গাঁটে যাঁরা ছিলো
চলছে তাঁহাদের গন্তব্যে।

বেলা পুরিয়ে এলো
সূর্য পশ্চিম আকাশে হেলে গেল
আবাশ দিচ্ছে সূর্য মামা হারিয়ে যাবে।
রাত নেমে আসবে।

পাখিরা চলছে তাঁহাদের গন্তব্যে
একটু পরে লুকিয়ে যাবে।
গাছের ডাল ডালে।
নয়তো তোমার বাসভবনের কোনে।
সুদূ তারা বিশ্রাম নিব বলে।

কিন্তু গিয়ে দেখে!
নেই তার বাসা সেখানে!
থাকার ছিলো যেখানে।
কিছু অসাধু লোক সেটাও লুট করে।

পরিস্থিতি সামাল দিয়ে,
চলতে হয় অন্য কোন গন্তব্যে।
একটু ভালো থাকবে!
এই আশাটা বুকে নিয়ে।
হয়তোবা এভাবেই জীবন চলে পাখিদের!

হয়তো মোদের বলতে পারেনা!
তোমরা এমন এমন'টা করো না।
আমরা বাঁচতে চাই-
সুন্দর জীবনের আশায়।

হয়তোবা এই আসায় তারাও বসে আছে
তোমরাও শুধরে যাবে।
তোমার রব'কে ভয় করে।
তাদেরকও ভালোবাসা দেবে।
একটু ভালো থাকার আশায়
তারাও অপেক্ষায় আছে।