মরে যাও ভুলে যাবে
মোহাম্মদ ইরফানুল হক

তারিখঃ ২৯/০৬/২০২২


তুমি মারা যাবে, আমি বেঁচে  থাকব।
তোমায় নিয়ে দেখা, স্বপ্ন গুলো হারিয়ে যাবে।

কিছু দিন কবরের পাশে বসে!!
অনুভব করবো তোমায়। 

তোমার কথা চিন্তা করে...!
অশ্রু ঝড়ে অগোচরে।
তোমার খুনসুটি গুলো নিয়ে...!
বাঁচতে চাইবো হাজার বৎসর দরে।

তবে আফসোস..!
কিছু দিন পর আগের মতো,
কবরের পাশে যাওয়া হয়ে উঠবে না!
আগের মতোই সেই অনুভূতিও থাকবে না!
কিন্তু তোমায় ভালোবাসব।

হতো তখন দূর থেকে অনুভব করব।
কিংবা দূর থেকে তোমায় ভালোবাসব।
তবে তাহ তুমি দেখবে না!
কেউ হয়তো জানবেও বেনা!
আমার ভালোবাসার গভীরতা।

সময়ে সাথে সাথে তোমায় ভুলে যাবে।
তোমার অস্তিত্ব বিলিন হয়ে যাবে। 
আগের মতো তোমায় অনুভব হবে না!
হয়তো আগের মতো ভালোবাসা হবে না।

তোমার সৃতি গুলো তেমন নাড়া দিয়ে উঠে না!
কিছু সময়ের ব্যবধান,, থাকছে না কোন অবধান।
ছিন্ন ভিন্ন হয়,, সুন্দর ভালোবাসার'টান।

কিছু ভালোবাসা রয়ে যাবে, হৃদয়ের অন্তরালে।
ভালোবাসার'টানে কান্নায় লুটিয়ে পড়ে জমিনে।।

একাকিত্ব কুঁড়ে কুঁড়ে খায় ব'লে,,
সকল ভাবনা মিথ্যে হয়ে যায়।
ভালোবাসার অনুভূতি জেগে উঠে। 
রাত গভীর হওয়ার সাথে সাথে।

মরে যাও ভুলে যাবে
দুনিয়ার কাছে তুমি হেরে যাবে।