Advertisement

কবিতাঃ আবারো জাহেলিয়া লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক & আরিফ আজাদ | Bangla Kobita 'Arif Azad & Mohammad Irfanul Hoque

 কবিতাঃ আবারো জাহেলিয়া

লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক & আরিফ আজাদ


এখানে ভীষণ নেমেছে আঁধার

যায় না কিছুই চেনা

বাঁচার ক্ষণিক ইচ্ছেরা সব

মৃত্যু দিয়েই কেনা।


তবু আমরা বেঁচে থাকি রোজ

অন্ধকারের তলে

চোখ খুলে সব নতুন নতুন

মৃত্যু দেখবো বলে।


দুনিয়া আমার আঁধার করে

এসব কিছু দেখে।

কথা বলার ভাষা হারিয়ে 

সেজদায় লুটিয়ে পড়ে,

মহান রবের'ই তরে।


এখানে ভীষণ নেমেছে আঁধার

অন্ধকারে যে ঘেরা,

দুনিয়া আমার এমন লাগে যে

জাহেলিয়া আবারও এসেছে। 


পাপের বারে পাপী হয়ে,

করছে খুন ধর্ষণ।

নিপিড়ীত নির্যাতিত!

হচ্ছে যে সবাই অসচেতন।


মিছিলে মিছিলে পরছে লাশ

হচ্ছে যে পাপ বারি।

কিভাবে আমরা মোরব যে ভাই

না'হি কবু মোরা জানি।

--সমাপ্ত--


Post a Comment

0 Comments