Advertisement

কবিতাঃ যদি তুমি বুঝতে পারো লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক

 কবিতাঃ যদি তুমি বুঝতে পারো
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক 

জীবনটা অসম্ভব রকম সুন্দর 

যদি তুমি সুন্দরভাবে বাঁচতে শেখো।

জীবনের প্রতিটা মুহূর্ত! 

আনন্দ ও বেদনার মধ্যে দিয়ে কাটে।

যদি তুমি তা বুঝতে পারো।


তুমি যখন সুখী হও অন্য কেউ তখন,

দুঃখ ভরা কষ্টের সমুদ্রে হাবুডুবু খায়।

তবে পরাজয় নয় বিজয়ী হয়।

তুমি কেন পারবে না!?


তুমি কি তোমার জীবনকে রাঙাতে পারবে না!?

তুমি কি এতটাই ভীতু যে!

তোমার নিজের ছায়াটাকেও তুমি ভয় পাও!।


তবে তুমি শুনে রাখো

ভয় পেয়ো না ভয় পেলে চলবে না!

কখনো পিছপা হবে না!

সহ্য করতে হবে অসম্ভব যন্ত্রণা।


কষ্ট দুঃখ তোমাকে চারদিক থেকে

ঘেরাও করে অন্ধকারে ঢেকে দেবে। 

তুমি হয়তো ভাববে আমি পরাজয়!


মিথ্যা পেয়েছো টানে আত্মহারা ভয়

আমাকে গ্রাস করেছে।

আমি হয়তো শেষ সময় এসে গেছি!।

মিথ্যা জীবন যুদ্ধে আমি হেরে গেছি।


তবে এটা সত্য এটা ছিল একটি দুঃস্বপ্ন 

চাইলে তুমি সেটাকে

ধরে রাখতে পারো আজীবন

চাইলে তুমি সেটাকে

ছুঁড়ে ফেলতে পারো এখনই।


জীবনটা অসম্ভব রকম সুন্দর 

যদি তুমি সুন্দরভাবে বাঁচতে শেখো।

জীবনের প্রতিটা মুহূর্ত! 

আনন্দ ও বেদনার মধ্যে দিয়ে কাটে।

যদি তুমি তা বুঝতে পারো।

Post a Comment

0 Comments