Advertisement

প্রানকে ভালোবাসি "আত্মহত্যা অ্যালবাম" বাংলা কবিতা মোহাম্মদ ইরফানুল হক || Pran ke Bhalobashi "Mohammad Irfanul Hoque

কবিতাঃ প্রানকে ভালোবাসি
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক 
অ্যালবামঃ আত্মহত্যা

আহ্ আত্মহত্যা.........

আত্মহত্যা একটি নাম!
কেড়ে নেয় জীবনের দাম।
হয়ে যায় ঘৃণারও একটা নাম।
সমাজে থাকে না তার কোন দাম।
আতহত্যা করে তারা...,
স্মৃতি ভুলিতে পারে না যাঁহারা। 
তাহ মোদের ব্যর্থতা।
তা নিয়ে হয় আতহত্যা।

ভুলিতে পারিতাম স্মৃতি!!
থাকতোও না কোন ভয় বৃতি।
করতে হতো না,
আত্মহত্যা নাম কাজটি।
জিবীন নামের প্রনকে,
খুব বেশি ভালোবাসি।
আত্মহত্যা করতে আমিও চাইনি!
নিজেকেও খুব ভাবলোবাসি।

Post a Comment

0 Comments