Advertisement

কবিতাঃ শব্দের রূপ লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক

কবিতাঃ শব্দের রূপ
লেখকঃ মোহাম্মদ ইরফানুল হক

আমার শব্দের বাগানে
তুমি আসোনি কখনো,
কিন্তু গল্পের পাতায়
তোমার ছায়া আছে সবখানে।


প্রতিটি কবিতায় লুকানো
তোমার কথা, তোমার হাসি,
তাদের তেকেও বেশি ভালোবাসি,
এই অনুভূতি, অমলিন, অসীম।

তোমার চরণে যা লেখা,
এই শব্দের বাগানে
সদা তুমি, আমার দেখা।

তোমার জন্যই খুঁজে নিই
শব্দের রূপ, রঙ আর সুর,
আমার এই বাগানে
ভালোবাসার চাষ করি ভরপুর।

Post a Comment

0 Comments