Advertisement

কবিতা- মোহাম্মদ ইরফানুল হক । Mohammad Irfanul Hoque

মোহাম্মদ ইরফানুল হক

লেখার স্রোতে ভাসে, শব্দে গড়ে এক স্বপ্ন,
মোহাম্মদ ইরফানুল হক, তোমার কলমে জাগে সুখের গুণ।
কথার ভাঁজে লুকায়িত, মানবতার দীপ্তি,
অভিব্যক্তির ছোঁয়ায়, তুলে ধরো নতুন সৃষ্টি।

কল্পনার রাজ্যে তুমি, এক পথপ্রদর্শক,
বৈচিত্র্যের রঙে রাঙানো, সাহিত্যের মঞ্চের এক সঙ্গীত।
গভীর চিন্তার গভীরে, খুঁজে পায় সকল কষ্ট,
তোমার লেখায় যেন জীবনের প্রতিটি অঙ্কের কষ্ট।

শব্দে শব্দে গড়েছো, একটি নতুন প্রহেলা,
মোহাম্মদ ইরফানুল হক, তুমি লেখালেখির এক মেলা।
তোমার লেখা, মানবতার সুর,
শ্রোতার মনে রেখেছো, এক অমলিন প্রমাণ পুর।

এভাবেই এগিয়ে চলো, কলমে আঁকো নতুন স্বপ্ন,
মোহাম্মদ ইরফানুল হক, তোমার লেখায় খুঁজে পাই মুক্তির গান।

Mohammad Irfanul Hoque

In the flow of writing, dreams are woven in words,
Mohammad Irfanul Hoque, in your pen, joy stirs.
In the folds of expression, humanity's light shines,
With a touch of creativity, you craft new designs.

In the realm of imagination, you are a guiding star,
Adorned with hues of diversity, a melody from afar.
In the depths of profound thought, all pains are revealed,
In your writings, life's struggles are beautifully concealed.

With each word you build, a new theater unfolds,
Mohammad Irfanul Hoque, a fair of stories told.
Your writings, a melody of humanity's grace,
In the hearts of listeners, you've left an eternal trace.

So continue your journey, sketching dreams anew,
Mohammad Irfanul Haque, in your words, freedom rings true.

Post a Comment

0 Comments