Advertisement

তোমার স্নিগ্ধতা লেখাঃ মোহাম্মাদ ইরফানুল হক (MD Irfan Kf)

তোমার স্নিগ্ধতা
লেখাঃ মোহাম্মাদ ইরফানুল হক (MD Irfan Kf)


কোন এক ভোরে, ধোয়া ওঠা চায়ের পাশে,
তোমায় নিয়ে
সকালটা দেখব বলে, পাখির কলতানে...
ভোরের রূপ ধারণ, মিষ্টি হাসির সঙ্গে,
দিন শুরু হবে সুমধুর কুরআনের বানিতে।


চায়ের কাপে অল্প একটু আদা,
সেই ঘ্রাণে মনে পড়বে তোমার কথা,
সূর্যের প্রথম রশ্মিতে, তোমার মুখের আভা,
এ যেন এক নতুন দিনের, শুরু হলো নাওয়া।

কোন এক ভোরে, গোধূলির ছায়ায়,
তুমি আর আমি, একসাথে হবো ছায়ায়,
নিস্তব্ধতাকে ভেঙে, আসবে আমাদের গান,
ভোরের আলোয় জেগে উঠবে আশা, নিরানন্দ রাতের পর।

সকালের স্নিগ্ধতা, হৃদয় করে রাঙা,
তোমার নিয়ে দেখা, জীবন ভর এর গল্প
কোন এক ভোরে, ধোয়া ওঠা চায়ের পাশে,
তোমায় নিয়ে.....

সকালটা দেখব বলে, পাখির কলতানে...
ভোরের রূপ ধারণ, মিষ্টি হাসির সঙ্গে,
দিন শুরু হবে সুমধুর কুরআনের বানিতে।

Post a Comment

0 Comments