Advertisement

গোধূলি বিকেল, সব যেন নিস্তব্ধ, পৃথিবীর সবাই যেন মারা গেছে। মোহাম্মদ ইরফানুল হক

 মোহাম্মদ ইরফানুল হক

গোধূলি বিকেল, সব যেন নিস্তব্ধ,

পৃথিবীর সবাই যেন মারা গেছে।

দেখে মনে হয়, মনুষ্যহীন এক বিকেল,

থমকে যাওয়া পৃথিবী, এক অদ্ভুত মায়া।

আকাশে সূর্য, যেন রক্তিম দাগ,

অন্তরীন এক অনুভূতি, সময়ের স্তব্ধতা।

নীরবতার মাঝে ভাসে এক প্রশ্ন,

কোথায় গেল সবাই, কোথায় হারিয়েছে?

গোধূলির আলোতে, সব কিছু যেন

এক নিঃশব্দের গহ্বরে মিলিয়ে গেছে।

Post a Comment

0 Comments