ভবিষ্যতের কাছে আমরা কী রেখে যাচ্ছি?
একদিন ইতিহাস আমাদের দিকে ফিরে তাকাবে।
তারা প্রশ্ন করবে—
ইসলাম তো ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
তবে সেই ইসলাম, যার অনুসারীরা ছিল দুইশো কোটিরও বেশি,
যাদের ছিল পঞ্চাশের মতো রাষ্ট্র,
যাদের অনেকের ছিল তেল, সম্পদ, সেনাবাহিনী, পারমাণবিক শক্তি...
তারা তখন কী করছিল?
তাদের কি হাত ছিল না—যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারত?
তাদের কি মুখ ছিল না—যাতে তারা প্রতিবাদ করতে পারত?
তাদের কি চোখ ছিল না—যাতে তারা শিশুদের রক্ত দেখতে পেত?
তাদের কি হৃদয় ছিল না—যাতে তারা কাঁদতে পারত গাজার জন্য?
নাকি তারা অন্ধ ছিল?
নাকি তারা বধির ছিল?
নাকি তারা পঙ্গু, প্রতিবন্ধী ও অথর্ব হয়ে গিয়েছিল?
নাকি তারা ছিল আত্মস্বার্থে অন্ধ, বিলাসিতায় বুঁদ, দুনিয়াপ্রীতিতে মগ্ন?
তারা কি আল্লাহ ও রাসূল (সা.)-এর বাণী ভুলে গিয়েছিল?
যেখানে বলা হয়েছিল, “তোমরা একে অপরের ভাই”—
“যে মজলুমকে সাহায্য করে না, সে কিয়ামতের দিন অপমানিত হবে”—
তবে কী হয়েছিল সেই সময়কার মুসলিম জাতির?
তারা কি ইসরাইলের জঙ্গি বাহিনীর তুলনায় দুর্বল ছিল?
নাকি তারা কেবল ভয় পেয়েছিল নিজেদের আরাম হারাবার?
ইতিহাস কিন্তু চুপ থাকবে না।
ভবিষ্যৎ জিজ্ঞেস করবেই—"তোমরা কী রেখে গেছ আমাদের জন্য?"
কেবল ধ্বংসস্তূপে পরিণত এক মানবতা?
কেবল নীরবতা, পলায়ন আর কফিনে মোড়ানো বিবেক?
0 Comments