Advertisement

গাজায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক নিহত: আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় "Journalists Killed in Israeli Airstrike on Gaza: Global Outcry and Condemnation"

৭ এপ্রিল ২০২৫, সোমবার—গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সামনে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন এবং অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন সাংবাদিক রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলা সরাসরি সাংবাদিকদের অস্থায়ী ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়।



নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন হেলমি আল-ফাকাওয়ি এবং ইউসুফ আল-জাজিন্দা। হামলার ফলে তাঁবুটিতে আগুন ধরে যায় এবং সাংবাদিকদের সমস্ত সরঞ্জাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, এটি সাংবাদিকদের লক্ষ্য করে ভয় সৃষ্টি করার একটি সুপরিকল্পিত চেষ্টা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এ হামলাকে ‘সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ হিসেবে দেখছে।

রয়টার্স, এপি, আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো হামলার সত্যতা নিশ্চিত করেছে এবং ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, অক্টোবর ২০২৩ সাল থেকে শুরু হওয়া চলমান সংঘাতে এ পর্যন্ত গাজায় ২১০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এটি যুদ্ধক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


Post a Comment

0 Comments